|| নবান্ন স্কলারশিপ অনলাইন আবেদন || NABANNA SCHOLARSHIP ONLINE APPLICATION ||
JADAB CYBER CAFE
নমস্কার যাদব সাইবার ক্যাফে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার মাধ্যমে সাথে যোগাযোগ করতে পারবেন I এখানে যত্ন সহকারে সমস্ত ধরনের অনলাইন সংক্রান্ত কাজ করা হয় I
APPOINTMENT BOOKING NOW - Click Now
নবান্ন স্কলারশিপ অনলাইন আবেদন 2024-25, আবেদন পত্র, ঘোষণা পত্র:---
নবান্ন স্কলারশিপ 2024-25 শিক্ষাবর্ষের অনলাইন আবেদন শুরু হয়েছে। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কমপক্ষে 50 শতাংশ নাম্বার ও সর্বোচ্চ 60 শতাংশ নাম্বার থাকতে হবে শেষ পরীক্ষায়। এই স্কলারশিপে মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক, স্নাতকোত্তর, বিভিন্ন পেশাদারী কোর্সে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর বিবেচনামূলক তহবিল থেকে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে।
নবান্ন স্কলারশিপে আবেদন করার শর্তঃ-
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পারিবারিক ইনকাম 1 লক্ষ 20 হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৩) পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানে পাঠরত থাকতে হবে।
৪) নবান্ন স্কলারশিপের পাশাপাশি একই কোর্সে অন্য স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
৫) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে।
Nabanna Scholarship Documents:-
১) আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পত্র।
২) স্থানীয় এমএলএ/এমপি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ পত্র।
৩) শিক্ষার্থীর দ্বারা স্ব-ঘোষণা পত্র।
৪) মাধ্যমিক এডমিট কার্ড।
৫) পড়ুয়ার ব্যাঙ্কের পাশবই।
৬) শেষ পরীক্ষার মার্কশীট।
৭) চলতি শিক্ষাবর্ষ/সেমিস্টারে ভর্তির রসিদ।
৮) বিডিও ইনকাম সার্টিফিকেট।
৯) প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড (যদি থাকে)।
১০) Allotment letter প্রোফেশনাল কোর্সের(যদি থাকে)।
Nabanna Scholarship Official Website Link- Online Apply
Nabanna Scholarship Form 2024-25 Pdf Download / Nabanna Scholarship Form Pdf Download 2024 / Nabanna Scholarship Form Pdf Download : Download
Nabanna Scholarship Self Declaration Form 2024: Download
Nabanna Scholarship MLA Recommendation Form Pdf / Nabanna Scholarship MP Recommendation Form Pdf : Download
0 Comments