||স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন 2025 ||VIVEKANANDA SCHOLARSHIP 2025 ||
JADAB CYBER CAFE
নমস্কার যাদব সাইবার ক্যাফে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার মাধ্যমে সাথে যোগাযোগ করতে পারবেন I এখানে যত্ন সহকারে সমস্ত ধরনের অনলাইন সংক্রান্ত কাজ করা হয় I
APPOINTMENT BOOKING NOW - Click Now
রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ রয়েছে পড়ুয়াদের জন্য। তার মধ্যে একটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ(SVMCM)।ইতিমধ্যে এই স্কলারশিপ এর অনলাইন আবেদন শুরু হয়ে গেলো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন এর দুটো ওয়েবসাইট রয়েছে। একটি হলো svmcm.wbhed.gov.in আর অপরটি হলো wbmdfcscholarship.in।
কি ডকুমেন্টস লাগবে,নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:-
ডকুমেন্টসঃ-
১) আধার কার্ড।
২) ব্যাঙ্কের পাশবই।
৩) মাধ্যমিক রেজিষ্ট্রেশন সার্টিফিকেট।
৪) শেষ পরীক্ষার মার্কশীট।
৬) পাসপোর্ট সাইজের ফটো।
৭) BDO Income সার্টিফিকেট।
৮) Institute Verification Certificate।
Swami Vivekananda Scholarship Online Apply 2025
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পেতে অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য প্রথমত উপযুক্ত সমস্ত ডকুমেন্টস কাছে রাখতে হবে। আর ডকুমেন্টস গুলোর সাইজ আগে থেকে 100KB-300KB এর মধ্যে তৈরি করে রাখতে হবে। এরপর অফিসিয়াল পোর্টাল এ গিয়ে New Registration এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
0 Comments